রাজধানীর কাওরান বাজার সফটওয়্যার পার্কে অবস্থিত আইসিটি সাংবাদিকদের সংগঠন বিআইজেএফ এর দীর্ঘদিনের অফিস ভাড়া মওকুফ করে দিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বুধবার (১২ ফেব্রুয়ারি) পার্কে একটি অ্যাপের উদ্বোধন শেষে বিআইজেএফ সভাপতি মোজাহেদুল ইসলাম ঢেউ ও সাধারণ সম্পাদক হাসান জাকিরের সঙ্গে একান্তৃ সাক্ষাতে প্রতিমন্ত্রীকে বিআইজেএফ কার্যালয়ের ভাড়া মওকুফসহ ছয় দফা দাবি সংবলিত দুটি চিঠি দেয়া হয়।

প্রতিমন্ত্রী তাৎক্ষণিক ভাড়া মওকুফ চিঠিতে স্বাক্ষর করে সম্মতি জ্ঞাপনসূচক স্বাক্ষর করেন।
পাশাপাশি অন্যান্য দাবিগুলো নিয়ে অচিরেই বিআইজেএফ'র সঙ্গে বসার প্রতিশ্রুতি দেন। দাবিগুলো নিয়ে সবিস্তারে আলোচনার জন্য তিনি তার পক্ষ থেকে বিশেষ বৈঠক ও ডিনারের আমন্ত্রণ জানান বিআইজেএফ কার্য নির্বাহী কমিটিকে।
বিআইজেএফ সদস্যদের দীর্ঘ দিনের দাবি অফিস ভাড়া মওকুফ করার জন্য প্রতিমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বিআইজেএফ পরিবার।